Thursday, December 25, 2025

পক্ষিরাজ থেকে কমিক্স - নক্ষত্র রক্ষী

সবাইকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা।

মেরি ক্রিসমাস!

  আবারো নিয়ে এলাম পক্ষিরাজ পত্রিকাতে প্রকাশিত একটি দুর্দান্ত অনুবাদ কমিক্স 

স্নেহময় বাবুর হাত ধরে বেশ কিছু সংগ্রহ খেলাধুলোয় এসেছিল। ভবিষ্যতেও আসবে। এর মাঝে তথাগত বেশকিছু কমিক্স ধুলোখেলা থেকে সংগ্রহ করে পাঠিয়েছিলেন। ঐকান্তিকের একান্ত প্রচেষ্টায় বইগুলো নতুন রূপ পাচ্ছে। আপনারা উৎসাহিত করলে এমন আরো বই আসতে থাকবে।

পৃষ্ঠা সংখ্যা - ১৫;                     সাইজ - ১০.৭ এম.বি.

প্রকাশস্থল - পক্ষিরাজ                           ডিজিটাল সংস্করন - ধূলোখেলা ব্লগ
প্রকাশকাল - ১৩৯১, শারদীয়া
সংকলন - তথাগত
সম্পাদন - ঐকান্তিক





Like Our Facebook Page 

No comments:

Post a Comment