না, এই ব্লগ খেলাধুলো বা স্পোর্টস সংক্রান্ত ব্লগ নয়।
এটি আমাদের ধূলোখেলা ব্লগের সহকারী ব্লগ বলা যেতে পারে।
এখানে ধূলোখেলা ব্লগে প্রকাশিত বিভিন্ন পত্রিকা থেকে ধারাবাহিক প্রকাশিত উপন্যাস বা কমিক্স এক সাথে সংগ্রহ করে একটি বই হিসেবে উপস্থাপিত করা হবে।
অথবা,
কোনো সংখ্যায় প্রকাশিত সম্পূর্ণ উপন্যাস বা সম্পূর্ণ কমিক্স প্রকাশ করা হবে
অথবা,
একই লেখকের বা সমগোত্রিয় গল্প সংকলন প্রকাশ করা হবে।
আপনাদের এই বিষয়ে মন্তব্য জানাবেন। চাইলে আপনারাও এই কাজে যুক্ত হতে পারেন আমাদের প্রকাশিত পত্রিকা থেকে ওপরের প্রস্তাব মতো কোনো বই তৈরী করে।
মেইল করবেন এই ঠিকানায় - kheladhulo365@gmail.com



Osadharon apnader ei uddog
ReplyDelete