Monday, February 10, 2025

আনন্দমেলা থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়

   আনন্দমেলা পত্রিকাতে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখিত ধারাবাহিক উপন্যাস 

     পৃষ্ঠা সংখ্যা - ১১২;                   সাইজ - ৯০.৭ এম.বি.
অলংকরন - দেবাশীষ দেব;                 প্রকাশস্থল - আনন্দমেলা
প্রকাশকাল - ১৯৮০, ডিসেম্বর ০৩ থেকে ১৯৮২, এপ্রিল ০৭ (পাক্ষিক প্রকাশ)
ধুলোখেলা থেকে সংগ্রহ - অয়ন মাজী,               কভার ডিজাইন - স্নেহময় বিশ্বাস
মূল ডিজিটাল প্রকাশ - ধুলোখেলা ব্লগ

ডাউনলোড ঃ হারানো কাকাতুয়া



Like Our Facebook Page 

1 comment:

  1. সুমন বিশ্বাসFebruary 11, 2025 at 1:53 PM

    শীর্ষেন্দুর ছোটদের লেখাগুলির সেরাগুলির অন্যতম হারানো কাকাতুয়া। এটি আদৌ অদ্ভুতুড়ে সিরিজের নয়, যদিও অনেকেই তেমনটা বলে থাকেন।
    জানি না কেন এই লেখাটি তেমনভাবে প্রচার পায় না।
    আনন্দমেলাতে যখন ধারাবাহিকভাবে বেরোত গোগ্রাসে গিলতাম, পরের পর্বের জন্য সাগ্রহে অপেক্ষা করতাম। শেষ হয়ে যাওয়ার পরে খুব মন খারাপ হয়েছিল। বারবার ভাবতাম, লেখক কেন গবাপাগলা, রামু, গোবিন্দ এদের অন্য লেখায় ফেরাচ্ছেন না? আশা করতাম কোনদিন তারা ফিরবে।
    এখন আর সেই আশা করি না।
    বই আকারে বইটি কিনেছি বহুদিন আগে, মাঝে মাঝেই পড়ি। পড়তে গেলে দেবাশীষ দেবের আনন্দমেলার পাতার অতুলনীয় ছবিগুলোকে মিস করি। ধুলোখেলার কল্যাণে আজ সেই অভাব পূরণ হল।
    কোন ধন্যবাদই যথেষ্ট নয়।

    ReplyDelete